কবে থেকে মানুষ পোশাক পরা শিখল
গুহার অন্যান্য হাড়ের গায়ে বিশেষ ধরনের কাটা দাগ দেখা গেছে। ধারণা করা যায়, এখানে বসবাসকারী মানুষেরা মাংসাশী প্রাণী যেমন- বালি শিয়াল, সোনালি খ্যাঁকশিয়াল এবং বনবিড়ালের চামড়া ছাড়াত। মূলত পশমের জন্যই এগুলো সংগ্রহ করা হতো। আর গবাদিপশুর মতো পশুর হাড়গুলোতে যে ধরনের চিহ্ন দেখা গেছে তাতে মনে হয় এগুলো শুধু মাংস