কম সংখ্যা দিয়েও পার্লামেন্ট কাঁপানো যায়: চুন্নু
আপনি যদি সংখ্যার দিকটা দেখেন, গত পার্লামেন্টে অপজিশন অনেকেই ছিল, কিন্তু দিনের পর দিন সংসদ বর্জন করেছে, মাসের পর মাস, বছরের পর বছর বর্জন করেছে। অপজিশন লিডার পাঁচ বছরে মাত্র ১০ দিন পার্লামেন্ট এসেছিলেন। তাই ওই রকম সংখ্যা দিয়ে লাভ কী...