কন্যাসন্তান জন্ম দেওয়ায় ফেলে গেলেন স্বামী, সেই শরীফা হলেন জয়িতা
শরীফা বেগম বলেন, ‘টানা ১৫ বছর ধরে হাড়ভাঙা খাটুনির ফলে এখন শরীর অচল হয়ে আসছে। কিন্তু জীবন সংসারের সুখের বদলে অন্ধকার ঘিরে ধরছে। মেয়ে এখন দশম শ্রেণিতে পড়ে। তার লেখাপড়ার খরচ, বিয়ে দেওয়ার ভাবনা রাতের ঘুম কেড়ে নেয়।