দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: জোটে ভোট, না অন্য কৌশল
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও ভোটের লড়াই জমবে কি না, সে বিষয়ে স্পষ্ট আভাস দিতে পারছে না কোনো দলই। মাঠের প্রধান বিরোধী দল বিএনপি তফসিল প্রত্যাখ্যান করলেও আওয়ামী লীগ এখনো নিশ্চিত নয়, চিরবৈরী দলটিকে ভোটের মাঠে মোকাবিলা করতে হবে কি না।