সংস্কৃত ভাষার প্রচারে মোদি সরকারের ব্যয় ২,৫৩২ কোটি রুপি
২০০৮-১৪ সালের মধ্যে ধ্রুপদি ভাষার মর্যাদা পাওয়া অন্য চার ভাষা—কন্নড়, তেলুগু, মালয়ালম ও ওড়িয়া—এই চারটির জন্য মোট বরাদ্দ ছিল মাত্র ৩৪ দশমিক শূন্য ৮ কোটি রুপি। সংস্কৃতের জন্য বরাদ্দ কেবল অন্যান্য ধ্রুপদি ভাষা নয়, উর্দু, হিন্দি ও সিন্ধি ভাষার তুলনায়ও বেশি ছিল, যদিও এই তিন ভাষা ধ্রুপদি ভাষা হিসেবে...