৪৯ বছরে তিন পুরুষের সাইকেল-ভ্যান মেরামত করছেন ‘কাশেম মেকার’
এলাকার সবাই তাঁকে এখন ‘কাশেম মেকার’ হিসেবেই চেনে। জীবন-জীবিকার তাগিদে দীর্ঘ ৪৯ বছর ধরে তিনি সাইকেল মেরামতের পেশায় আছেন। পৌর শহরের শরৎনগর বাজার জিগাতলায় একটি ভাড়া দোকানে ভ্যান, রিকশা, বাইসাইকেল মেরামতের কাজ করে তাঁর জীবন চলে।