দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯
দক্ষিণ কোরিয়ার গুয়াঞ্জু শহরে পাঁচতলার একটি ভবন ধসে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের ওপর পড়েছে। এতে নয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। দেশটির দমকল সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাসটি ১৭ জন যাত্রী নিয়ে নির্ধারিত স্টপেজে দাঁড়িয়ে ছিল।