‘মেয়েদের নিয়ে বাঁধের ওপর এসে কোনো রকমে জীবন বাঁচাইছি’
‘স্বামী নাই, ছেলে নাই, তিনটি মেয়ে নিয়ে বেঁচে আছি। এখন দুটি মেয়ে আছে সঙ্গে। এভাবে বৃষ্টি হবে কে জানত? হঠাৎ পানি আসবে এটাই বা কে জানত? মধ্যরাতে কেউ একজন এসে বলল—পড়ছে রে পড়ছে, ভাঙা পড়ছে। এমন শব্দ শুনে মেয়েদের নিয়ে বাঁধের ওপরে এসে কোনো রকম জীবন বাঁচাইছি। শুধু শরীরটা নিয়ে এসেছি। কিছুই বের করতে পারিনি। মু