স্বাস্থ্য উপদেষ্টার হাসপাতালে দৌড়ানোর কথা ছিল, সারজিস আলমের খেদ
সবচেয়ে অ্যাকটিভ উপদেষ্টা হওয়া দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টার। যে অফিস অফিসে করবে না, হাসপাতালে করবে। যে প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে দৌড়ে বেড়াবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বারবার বলেছি, তাদের আসলে যতটা অ্যাকটিভভাবে কাজ করার কথা, সেভাবে দেখতে পাই না। আমরা এই চেহারা আর দেখতে চাই না...