‘কিউএস ৪-স্টার’ অর্জন এআইইউবির
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কিউএস ৪-স্টার রেটিং মাইলফলক অর্জন করেছে। কিউএস স্টার হলো বিশ্ববিদ্যালয় রেটিং সিস্টেম। এতে শিক্ষার গুণমান, সুযোগ-সুবিধা, স্থায়িত্ব, গবেষণা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয়।