এসইউবিতে ইংরেজি বিভাগের পুনর্মিলনীতে আনন্দ-আড্ডা
‘পুরানো সেই দিনের কথা/ভুলবি কি রে হায়/ও সে চোখের দেখা/প্রাণের কথা-সে কি ভোলা যায়?’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান সাবেক শিক্ষার্থীদের কণ্ঠে মুখরিত ছিল ঢাকার দক্ষিণ পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার ডিপার্টমেন্ট অব ইংলি