ফেসবুকে নারী সেজে আড়াই বছর প্রেম, অর্থ হাতিয়ে ধরা
ঢাকার লালবাগের বাসিন্দা মো. সুমন মিয়া (৩০)। ফেসবুকে জারা খান নামে আইডি খুলে প্রোফাইলে সুন্দরী নারী ছবি দিয়েছেন। পরিচিতিতে নিজেকে মডেল হিসেবে উল্লেখ করেছেন। এই আইডি থেকে বেতাগী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রাধিকা জীবন রায়ের ছেলে টুটুল রায়ের সঙ্গে পরিচয় হয়। কিছুদিন চ্যাট করার পর জারা খানই টুটুলক