রক্তের ছবি শেয়ার করলেন পরীমণি, সংবাদ সম্মেলন করবেন কাল
আজ ভোরে ফেসবুকে দুটি ছবি শেয়ার করেছেন পরীমণি। ছবিতে দেখা যায় পরীর বাসার বিছানা ও বালিশ রক্তে মাখা। দিয়েছেন সংবাদ সম্মেলনের ঘোষণা।
ছবি দুটি পোস্ট করে পরী ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং....’