চিকিৎসা করাতে বিসিবি যেসব দেশে পাঠাবে ক্রিকেটারদের
চোটের কারণে খেলোয়াড়দের সিরিজ মিস করার ঘটনা খুবই পরিচিত। বিশেষ করে, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকাররা প্রায়ই চোটে পড়ে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে যান। এমনকি তাসকিনকে বিসিবি খেলাচ্ছে বিশ্রামনীতি মেনে। এবার বোর্ড ক্রিকেটারদের চিকিৎসার বিষয়ে নিচ্ছে নতুন উদ্যোগ।