ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকবে আর্জেন্টিনা
এখনকার ফুটবলই হচ্ছে ওয়ান টাচ, টু টাচ ফুটবল। প্রতিবারই ফিফা বলের যে গতি সেটা বাড়ানোর চেষ্টা করে, এবারও তাই করা হয়েছে। বাতাসের মধ্যে বলের গতি যখন বেশি হয়, আনপ্রেডিক্টেবল একটা সুয়িং থাকে, বাউন্স করে, যেটা বোঝা যায় না।