মেকআপ ছাড়া সুন্দরী প্রতিযোগিতা
সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু মেকআপ-লিপগ্লস–মাসকারা পরা যাবে না। অদ্ভুত না? সম্প্রতি এমনই এক সুন্দরী প্রতিযোগিতা হয়ে গেল লন্ডনে। ৯৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মেকআপ ছাড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। আর সেই প্রতিযোগিতায় ২৬ বছর বয়সী নাতাশা বেরেসফোর্ড ১৮ জন নারীকে পেছনে ফেলে জিতে নিলেন মিস লন্ডনের মুকুট