কোহেন-ফিশারের বিবাহবিচ্ছেদ, ভেঙে গেল ১৩ বছরের সংসার
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় জুটি ব্যারন কোহেন ও ইসলা ফিশার। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, গত বছর যৌথভাবেবিচ্ছেদের জন্য আবেদন করেছেন ফিশার ও ব্যারন কোহেন। গতকাল শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন ব্যারন-ফিশার। এতে বলা হয়, ‘বিশ