বিজয় তো হয়নি বাংলাদেশের: আসম রব
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ‘বিজয় হয় নাই তো বাংলাদেশের। কৃষক-শ্রমিক-জনতা—এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করল, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য—এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ