দুপুর ১২টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। এতে গান শোনাবেন দেশের একঝাঁক তারকা। প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস।
বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ মহান বিজয় দিবস। এ উপলক্ষে থাকছে নানা আয়োজন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের কনসার্ট। অংশ নেবেন দেশের খ্যাতিমান তারকাশিল্পীরা। অন্যদিকে শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’
দুপুর ১২টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। এতে গান শোনাবেন দেশের একঝাঁক তারকা। প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস।
জেমসের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এ মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।
এ ছাড়া আরও থাকছে ব্যান্ড আর্ক, সোলস, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস। আরও গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, দিলশাদ নাহার কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এই কনসার্ট দিয়ে দীর্ঘদিন পর দেশের মঞ্চে পারফর্ম করবেন বেবী নাজনীন। তিনি বলেন, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণেরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
ভিডিও বার্তার মাধ্যমে শ্রোতাদের কনসার্ট দেখার আমন্ত্রণ জানিয়েছেন শিল্পীরা। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন। কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠন।
শিল্পকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে সন্ধ্যা ৬টায় নন্দন মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। একাডেমির যন্ত্রশিল্পীদের সমবেত যন্ত্রসংগীত ‘দেশের গান’ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আবৃত্তি, নৃত্য ও সমবেত সংগীতের পাশাপাশি একক গান পরিবেশন করবেন ফেরদৌস আরা ও পিয়াল হাসান। রয়েছে ব্যান্ড সংগীতের আয়োজন। এই আয়োজন দিয়ে প্রথমবার শিল্পকলায় পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল। এ ছাড়া গান শোনাবে ব্যান্ড লালন। একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হচ্ছে মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিও চিত্র, কার্টুন প্রদর্শনীর। উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ মহান বিজয় দিবস। এ উপলক্ষে থাকছে নানা আয়োজন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের কনসার্ট। অংশ নেবেন দেশের খ্যাতিমান তারকাশিল্পীরা। অন্যদিকে শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’
দুপুর ১২টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। এতে গান শোনাবেন দেশের একঝাঁক তারকা। প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস।
জেমসের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এ মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।
এ ছাড়া আরও থাকছে ব্যান্ড আর্ক, সোলস, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস। আরও গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, দিলশাদ নাহার কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এই কনসার্ট দিয়ে দীর্ঘদিন পর দেশের মঞ্চে পারফর্ম করবেন বেবী নাজনীন। তিনি বলেন, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণেরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
ভিডিও বার্তার মাধ্যমে শ্রোতাদের কনসার্ট দেখার আমন্ত্রণ জানিয়েছেন শিল্পীরা। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন। কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠন।
শিল্পকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে সন্ধ্যা ৬টায় নন্দন মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। একাডেমির যন্ত্রশিল্পীদের সমবেত যন্ত্রসংগীত ‘দেশের গান’ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আবৃত্তি, নৃত্য ও সমবেত সংগীতের পাশাপাশি একক গান পরিবেশন করবেন ফেরদৌস আরা ও পিয়াল হাসান। রয়েছে ব্যান্ড সংগীতের আয়োজন। এই আয়োজন দিয়ে প্রথমবার শিল্পকলায় পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল। এ ছাড়া গান শোনাবে ব্যান্ড লালন। একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হচ্ছে মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিও চিত্র, কার্টুন প্রদর্শনীর। উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১ ঘণ্টা আগে