পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, দুজন লাইফ সাপোর্টে
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধের ঘটনায় এ পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ২২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাবীব খান গতকাল শুক্রবার রাতে মারা গেছেন। তিনজনকে আইসিইউতে এবং দুজনকে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউয়ের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।