আদালতে টিকে গেল গরিবদের সুলভ স্বাস্থ্যবিমা ওবামাকেয়ার
আদালতে ৭ জন বিচারপতি ওবামাকেয়ারের পক্ষে মত দিয়েছেন। আর দুজন বিচারপতি বিরুদ্ধে মত দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতি বলেছেন, বাদীদের ওবামাকেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার আইনি অবস্থান নেই। অবশ্য এই আইনের সারবত্তা অসাংবিধানিক কি–না সে বিষয়ে রায়ে কিছু বলা হয়নি।