দফায় দফায় বাধার মুখে চলছে তেলের দাম কমানোর হরতাল
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পল্টন মোড় থেকে প্রথম মিছিল বের করেন বাম জোটের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, বিজয়নগর পানির ট্যাংক ঘুরে আবার পল্টন মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় পল্টন মোড় অবরোধ করেন জোটের নেতা-কর্মীরা। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।