যখন আমি বাবা
ফেরদৌস আহমেদের সময় কাটে বিভিন্ন শো আর অভিনয় নিয়ে। অন্যদিকে তার স্ত্রী ক্যাপ্টেন তানিয়া রেজা বিমানে ঘোরেন সারাবিশ্ব। শত কর্মব্যস্ততার ভিড়েও দুই সন্তান নিয়ে সুখেই থাকেন তারা। কিন্তু এবার এই করোনা পরিস্থিতি একটু বেশি সময়ের জন্য আলাদা করে। সেই সময়টা কিভাবে কাটে জানালেন ফেরদৌস।