‘হে পাথর’ গাইলেন বাপ্পা
প্রকাশ পেল বাপ্পা মজুমদারের নতুন গান ‘হে পাথর’। গানটি প্রকাশের আগে ফেসবুকে একটি বাক্য ঘুরপাক খাচ্ছিল। যেখানে লেখা, ‘নিকুচি করি আমি’। প্রায় কাছাকাছি সময়ে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, শফিক তুহিন, ন্যানসি, জয় শাহরিয়ার, রাফা, গীতিকার শাহান বন্ধ, মহসীন মেহেদীসহ আরও অনেকে এই লাইনটি পোস্ট করেন।