Ajker Patrika

পাগলামি থেকেই শুরু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ৫৭
পাগলামি থেকেই শুরু

‘স্রেফ একটা পাগলামি থেকে এই উদ্যোগ। ব্যাপারটা নিছক পাগলামিই থেকে যেত, যদি প্রিয় মানুষগুলো আমার পাশে না দাঁড়াত’—বললেন বাপ্পা মজুমদার। গত বছর পছন্দের কয়েকজন নারীশিল্পীকে নিয়ে গান তৈরির উদ্যোগ নিয়েছিলেন তিনি। এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’।

শুরুর দিকে পরিকল্পনা ছিল ছয়জন শিল্পীর ছয়টি গান প্রকাশের। কিন্তু কাজ শুরুর পর পরিসর বাড়ে। মাঝপথে যুক্ত হন আরও তিনজন, সংখ্যা দাঁড়ায় ৯-এ।

গত এক বছর প্রজেক্টটি নিয়ে অনেক খেটেছেন বাপ্পা। ইতিমধ্যে সব গানের অডিও-ভিডিও প্রস্তুত। এবার প্রকাশের পালা। বাপ্পা মজুমদার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে নিজের ইউটিউব চ্যানেলে একে একে গানগুলো প্রকাশ করবেন তিনি। প্রতি সপ্তাহে আসবে একটি করে গান।

বাপ্পার সুর-সংগীতে গান ৯টিতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, আলিফ আলাউদ্দীন, দিলশাদ নাহার কণা, এলিটা করিম, সোমনূর মনির কোনাল, রমা খান, ফারহিন খান জয়িতা, টিনা রাসেল ও তাসফি। গানগুলো নিয়ে শিল্পীরা তো খুশিই, উচ্ছ্বসিত বাপ্পা নিজেও। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে এসে মনে হয়েছে আরও কিছু কাজ করে যাই। কখন কী হয়ে যায়, বলা তো যায় না। গানগুলোর সঙ্গে জড়িত সবাইকে আমার প্রাণ থেকে ভালোবাসা জানাই।’ গান লিখেছেন শাহান কবন্ধ, জুলফিকার রাসেল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, শেখ রানা ও মারুফ হাসান।

বাপ্পা মজুমদার জানিয়েছেন, ‘বিউটিফুল ভয়েসেস’-এর প্রথম সিজনে ৯টি গান রাখা সম্ভব হয়েছে। তাঁর পছন্দের তালিকায় আছেন আরও অনেক শিল্পী। তাঁদের নিয়ে দ্বিতীয় সিজন করার ইচ্ছা আছে বাপ্পার।

বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত