‘আনসারুল্লাহ বাংলা টিম’ পরিচয়ে কলেজ অধ্যক্ষকে হুমকি
অধ্যক্ষ আবুল আছর মোহাম্মদ শফিউজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ঈদুল ফিতরের তিন দিন আগে এবং এর আগে রোজার শুরুতে আনসারুল্লাহ বাংলা টিমের পরিচয়ে হাতে লেখা দুটি চিঠি রাতের অন্ধকারে তার বাড়ির ব্যালকনিতে ফেলে রাখা হয়। চিঠিতে তিনিসহ তার ছেলেমেয়েদের মাথা কেটে নেয়ার হুমকি দেওয়া হয়।