যমুনার পানি কমেছে ফের বাড়ার শঙ্কা নেই
সিরাজগঞ্জে টানা পাঁচ দিন যমুনার পানি বাড়ার পর কমতে শুরু করেছে। এ দফা পানি বাড়ার কারণে বিপৎসীমা অতিক্রম না করলেও জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় যমুনার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়। কয়েক স্থানে দেখা দেয় ভাঙন।