লিবিয়ায় দুই ভাইকে আটকে রেখে মুক্তিপণ আদায়, চক্রের ২ সদস্য গ্রেপ্তার
চাকরি দেওয়ার নামে লিবিয়ায় নিয়ে দুই ভাইকে আটকে রেখে মুক্তিপণ আদায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই দুজনকে গ্রেপ্তারের পর জিম্মি দুই ভাইকে মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার দুজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের জন্য নেওয়া এক লাখ টাকা।