সহিংসতার ঘটনায় মার্শেই-নিস কর্তৃপক্ষকে তলব
ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার পর সংঘর্ষে জড়িয়ে পড়া এক নিস সমর্থককে আটকও করেছে পুলিশ। এ ছাড়া ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্লাবটিকে গুরু দণ্ড পেশাদার ফুটবল লিগ (এলএফপি) কর্তৃপক্ষ। ঘটনাস্থল আলিয়াঞ্জ রিভেইরা স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে (পপুলেইর সুদ নামে পরিচিত) দর্শক ছাড়াই পরবর্তী ৪ ম্যাচ আয়োজন করতে