বায়ার্নের বিশ্বরেকর্ডের রাতে পিএসজির দাপুটে জয়, কী সেই রেকর্ড
অকল্যান্ড সিটির গোলরক্ষক কনর ট্রেসি যে করেই হোক, ভুলে থাকতে চাইবেন। কারণ, টিকিউএল স্টেডিয়ামে গত রাতে বায়ার্ন মিউনিখ যা করল, সেটা ছিল তাণ্ডবের চেয়েও বেশি কিছু। গুনে গুনে ১০ গোল দিয়েছে বায়ার্ন। তাতে ভেঙে গেছে চার বছরের পুরোনো রেকর্ড।