মেসির সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ মাসচেরানো
মেজর লিগ সকারে (এমএলএস) সর্বশেষ ম্যাচে শিকাগোর কাছে ৫-৩ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, সেই ম্যাচে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন লিওনেল মেসি ও প্রধান কোচ হ্যাভিয়ের মাসচেরানো। তবে গণমাধ্যমের এই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মায়ামি কোচ। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।