দুই ধাপ দূরে মেসিরা
হাত ছোঁয়া দূরত্বেও শিরোপা ছুঁতে না পারার যন্ত্রণা কাকে বলে, লিওনেল মেসির চেয়ে ভালো আর কে জানে! তিনটি কোপা আমেরিকার ফাইনাল এবং একটি বিশ্বকাপ ফাইনাল খেলায় মেসি হাতছাড়া করেছেন চারটি শিরোপা। আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা-খরা কাটানোর অপেক্ষা সাড়ে ৩৬ বছরের, যেটি মেসির বয়সের (৩৫) চেয়েও বেশি!