পিকের মতো ‘প্রতারণা’র ঘটনা আছে আরও
মাঠের বাইরের ব্যক্তিগত, পারিবারিক এক ঘটনা আলোড়ন তুলেছে ফুটবল আর বিনোদন দুনিয়ায়। স্ত্রীকে প্রতারিত করে অন্য সম্পর্কে জড়িয়েছেন জেরার্ড পিকে। শুরুতে গুঞ্জন আকারে ছড়ালেও পরে যৌথ বিবৃতিতে পিকে এবং তাঁর পপ তারকা স্ত্রী শাকিরা নিজেদের আলাদা হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।