শেখ হাসিনার জনসভায় নৌকার গান ও উন্নয়নবার্তা নিয়ে ২ যুবক
‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকার মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন...