Ajker Patrika

বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে দ্বন্দ্ব, যুবকের মারধরে বৃদ্ধ নিহত 

ফরিদপুর প্রতিনিধি
বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে দ্বন্দ্ব, যুবকের মারধরে বৃদ্ধ নিহত 

ফরিদপুরে বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে দ্বন্দ্বে যুবকের মারধরে সোবহান মন্ডল নামের ষাটোর্ধ্ব বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুরারিদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মদন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে নিহতের স্ত্রী বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে প্রতিবেশী কছিমুদ্দিনের পরিবারের কথাকাটাকাটি হয়। ওই বাগানের জমি নিয়ে দুই পক্ষের মামলা মোকদ্দমা রয়েছে। এ সময় স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেন।

আজ বেলা ১১টার দিকে সোবহান মন্ডল বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল বাজারে চা খেতে যান। কছিমুদ্দিনের নাতি রাজু গতকালের ঘটনায় তাঁকে গালি দেন। একপর্যায়ে বৃদ্ধকে কিলঘুসি মারে ও মারধর করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সাইফুল মন্ডল অভিযোগ করেন, তার বাবাকে পূর্বশত্রুতার জেরে মারধর করে হত্যা করা হয়েছে। দোষীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি তাঁর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাগানের পাতা পরিষ্কার ও জমি নিয়ে মুরারিদহ এলাকায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে এমন সংবাদে হাসপাতালে মরদেহের সুরতহালসহ ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগসহ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত