বাঁশবাগানে পাওয়া মরদেহ হামিদা বেগমের, পরকীয়ার জেরে হত্যার শিকার: পুলিশ
বাগেরহাটের ফকিরহাটে রাস্তার পাশ থেকে উদ্ধার করা মরদেহটি হামিদা বেগমের। তিনি খুলনার দাকোপ উপজেলার দোপাধী রামনগর এলাকার বারেক গাজীর মেয়ে। এ ঘটনায় গ্রেপ্তার স্বামী লিটন গাজীর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পরকীয়ার জেরে হামিদাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।