রানা প্লাজা ধস পরিবেশ বদলালেও বঞ্চনা কাটেনি
‘পুরা রুম তহন অন্ধকার। ১০-১২ জন ছিলাম মনে হয়। একটু জায়গা ফাঁকা ছিল। একজন কইল, এইখান দিয়া একজনের পর একজন পা ধইরা ধইরা বাইর হওয়া যাইব। প্রথম দুইজন বাইর হয়। তিন নম্বর ছিলাম আমি। আমার পর আর কেউ বাইর হইতে পারছে কি না জানি না।’ বলছিলেন সাভারের রানা প্লাজা ধসে আহত পোশাকশ্রমিক রোজিনা বেগম।