ডেথ ওভারে স্ট্রাইক রেটে সবার শীর্ষে বাবর
পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ৩৪৩৩ রান তাঁর। টুর্নামেন্টের এবারের সংস্করণেও দারুণ ছন্দে আছেন বাবর আজম। ৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন সর্বোচ্চ ৪৯৮ রান। গড়—৬২.২৫ ও স্ট্রাইক রেট ১৪৮.৫৫। বাবরের নেতৃত্বে ১৩ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।