দর্শকেরা ‘জিম্বাবর’ ডাকায় খেপে গেলেন বাবর আজম
ট্রলের শিকার হলে কার না মেজাজ ঠিক থাকে? বাবর আজমও মেজাজ ধরে রাখতে পারেননি। গ্যালারি থেকে বারবার ‘জিম্বাবর’ শুনতে শুনতে একপর্যায়ে রাগান্বিত হয়ে দর্শকদের লক্ষ্য করে বোতল ছুড়তে চেয়েছিলেন। আর তাঁর এই রাগান্বিত মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।