চকরিয়া ও লামায় পাহাড় কেটে ৩৬ অবৈধ ভাটা
কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা উপজেলার সীমান্তবর্তী মৌজা ফাইতং। সংরক্ষিত বনের পাশে উঁচু-নিচু পাহাড়ের ঘন বনজঙ্গল। এক দশক আগেও প্রাকৃতিক বনাঞ্চলসমৃদ্ধ এই পাহাড় ছিল বন্য প্রাণীর আবাসস্থল। তবে চিরহরিৎ এই বনের অস্তিত্ব সংকটে ফেলেছে ৩৬ ইটভাটা, যার সব কটিই তৈরি করা হয়েছে পাহাড় কেটে। বন ও জীববৈচিত্র্