দুটি অস্ত্র মামলার রায়ে চার আসামির কারাদণ্ড
চট্টগ্রামে নগরের দুটি অস্ত্র মামলার রায়ে চার আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে পাঁচলাইশ থানায় করা অস্ত্র মামলায় তিন ছিনতাইকারীর ১৭ বছর এবং জেলার রাঙ্গুনিয়ায় এক অস্ত্র মামলার রায়ে এক মুদি দোকানিকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়।