তুফানের দরিয়ায় বাঁশের টাওয়ারে ঝুলছে ১১ হাজার ভোল্টের তার
দেশের হাওরগুলো এখন এক একটা দরিয়া। কূল মেলে না দৃষ্টিসীমায়, পানি আর পানি। তুফান বইছে এপার-ওপার। তার বুক চিরে চলে গেছে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইন। সেই তার ঝুলছে বাঁশের টাওয়ারের (খুঁটির) মাথায় মাথায়। এসব বৈদ্যুতিক তার ও খুঁটি ঘেঁষে প্রতিদিন চলাচল করে হাজারো নৌকা, ট্রলার ও লঞ্চ। ঝড়-তুফানে ঘ