অপুর সেরা ৫
বিশ্ব পর্যটক তাঁকে বলাই চলে। যে মহাদেশে যাননি, সেই অ্যান্টার্কটিকায় যাওয়ার সূচিও চূড়ান্ত, এই ডিসেম্বরে। বাকি মহাদেশগুলোর ৯০৩টি শহরে তিনি ঘুরে বেড়িয়েছেন। কোনো কোনো শহরে একাধিকবার। ফলে তাঁর কাছে ৫টি শহর বা দেশ বেছে নেওয়া কঠিনই বটে। বলছি তানভীর অপুর কথা। রাজশাহীতে জন্ম নেওয়া এই পর্যটক থাকেন ফিনল্যান্ডে