এভারেস্টের পথে আরেক ধাপ এগোলেন তৌকির
চলনবিলের সন্তান পর্বতারোহী আহসানুজ্জামান তৌকির (২৭)। পাবনার চাটমোহর পৌর সদরে বেড়ে ওঠা এই তরুণ পেশায় একজন প্রকৌশলী হলেও পর্বতারোহণে তাঁর রয়েছে বেশ কিছু সফলতা। হিমালয়ের চার, পাঁচ এবং ছয় হাজার মিটার উচ্চতায় শুধু লাল-সবুজের মাতৃভূমিকে।