মঞ্চাঙ্গন ছিল নানামুখী কর্মকাণ্ডে ভরপুর
নাটক মঞ্চায়ন, নতুন দল ও নতুন নাটক মঞ্চে আসা, নাটকে প্রণোদনা, নাট্য পুরস্কার, প্রকাশনা, উৎসবসহ নানামুখী কাজে এ বছর মঞ্চাঙ্গন ছিল কর্মযজ্ঞে ভরপুর। করোনা পরবর্তীকালে এক বছরে ত্রিশের অধিক নতুন নাটক মঞ্চে আসা খুবই উৎসাহব্যঞ্জক ব্যাপার। এই সুবাদে বেশ কয়েকজন নতুন পরিচালক, লেখক, অভিনয়শিল্পীরও আত্মপ্রকাশ ঘটে