গত ৪ ফেব্রুয়ারি ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার কাশাং নালার কাছে দুর্ঘটনার সম্মুখীন হন দক্ষিণ ভারতের পরিচালক ভেত্রি দুরাইসামি। ২০০ মিটার নিচে খাদে পড়েছিল তাঁদের গাড়ি। পরে ভেত্রীর সহযাত্রী এবং গাড়িচালকের মরদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছিল না পরিচালকের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অবশেষে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শতদ্রু নদী থেকে উদ্ধার হয়েছে ভেত্রি দুরাইসামির মরদেহ।
কিন্নরের ডেপুটি কমিশনার অমিত কুমার শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার বেলা ২টা নাগাদ মান্ডির সুন্দরনগরের মাহুন নাগ অ্যাসোসিয়েশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ভেত্রি দুরাইসামির বয়স মাত্র ৪৫ বছর। ২০২১-এ মুক্তি পেয়েছিল ভেত্রি পরিচালিত সিনেমা ‘এন্দ্রাভাথু ওরু নাল’। তাঁর আরেকটি পরিচয় তিনি চেন্নাইয়ের প্রাক্তন মেয়র সাইদাই দুরাইসামির ছেলে।
এদিকে দুর্ঘটনার দুদিন পর, ছেলের খোঁজ না পেয়ে ভেত্রীর বাবা সাইদাই দুরাইসামি ঘোষণা করেছিলেন, কেউ তাঁর ছেলেকে খুঁজে দিতে পারলে তাকে তিনি এক কোটি রুপি পুরস্কার দেবেন। ছেলের সন্ধান পেতে হিমাচলের স্থানীয় মানুষের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছিলেন তিনি।
দক্ষিণের অভিনেতা অজিথ কুমার এবং কমল হাসান ভেত্রি দুরাইসামিকে শ্রদ্ধা জানিয়েছেন। অজিত কুমার তাঁর স্ত্রী শালিনীকে নিয়ে চেন্নাইতে প্রিয় বন্ধু ভেত্রি দুরাইসামিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
গত ৪ ফেব্রুয়ারি ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলার কাশাং নালার কাছে দুর্ঘটনার সম্মুখীন হন দক্ষিণ ভারতের পরিচালক ভেত্রি দুরাইসামি। ২০০ মিটার নিচে খাদে পড়েছিল তাঁদের গাড়ি। পরে ভেত্রীর সহযাত্রী এবং গাড়িচালকের মরদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছিল না পরিচালকের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অবশেষে দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শতদ্রু নদী থেকে উদ্ধার হয়েছে ভেত্রি দুরাইসামির মরদেহ।
কিন্নরের ডেপুটি কমিশনার অমিত কুমার শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার বেলা ২টা নাগাদ মান্ডির সুন্দরনগরের মাহুন নাগ অ্যাসোসিয়েশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ভেত্রি দুরাইসামির বয়স মাত্র ৪৫ বছর। ২০২১-এ মুক্তি পেয়েছিল ভেত্রি পরিচালিত সিনেমা ‘এন্দ্রাভাথু ওরু নাল’। তাঁর আরেকটি পরিচয় তিনি চেন্নাইয়ের প্রাক্তন মেয়র সাইদাই দুরাইসামির ছেলে।
এদিকে দুর্ঘটনার দুদিন পর, ছেলের খোঁজ না পেয়ে ভেত্রীর বাবা সাইদাই দুরাইসামি ঘোষণা করেছিলেন, কেউ তাঁর ছেলেকে খুঁজে দিতে পারলে তাকে তিনি এক কোটি রুপি পুরস্কার দেবেন। ছেলের সন্ধান পেতে হিমাচলের স্থানীয় মানুষের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছিলেন তিনি।
দক্ষিণের অভিনেতা অজিথ কুমার এবং কমল হাসান ভেত্রি দুরাইসামিকে শ্রদ্ধা জানিয়েছেন। অজিত কুমার তাঁর স্ত্রী শালিনীকে নিয়ে চেন্নাইতে প্রিয় বন্ধু ভেত্রি দুরাইসামিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
৪ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৬ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
২১ ঘণ্টা আগে