শিল্পীদের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার সমান সম্মানী দেওয়ার দাবি
যখন সংস্কৃতিসেবীদের কল্যাণের জন্য, শিল্পী ভাতা বৃদ্ধির জন্য দাবি জানাই, সাংস্কৃতিক সংগঠনগুলোর অনুদানের জন্য যখন দাবি জানাই, তখন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়, আমলারা বলেন—সংস্কৃতিসেবীদের জন্য অর্থ বরাদ্দ হলো অপচয়। এ ক্ষেত্রে তাঁরা কখনোই ইতিবাচক মনোভাব পোষণ করেন না।