দিল্লি দূতাবাস ছাড়াও মেক্সিকোর ভিসা আবেদন করা যাবে
প্রায় সব দেশের নাগরিকদের মেক্সিকো ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ ও ১৮০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ দিয়ে থাকে। তবে এ সুবিধা পেতে হলে ভ্রমণকারীকে বৈধ পাসপোর্ট ও বৈধ শেংগেন ভিসা অথবা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, উত্তর আয়ারল্যান্ডের মধ্যে যে কোনো একটি দেশের বৈধ ভিসা থাকতে হবে।