আম, আহা আম!
আমের মৌসুম তো সেই কবে শেষ হয়ে গেছে। এখন যা-ও এখানে-ওখানে পাওয়া যায়, তার স্বাদ নেই বললেই চলে। মানুষ এখন আমের পরবর্তী মৌসুমের জন্য অপেক্ষা করছে। ঠিক এ রকম একটি সময়ে যদি গৌরমতি নামে একটি আম পাকতে থাকে, সুঘ্রাণ ছড়ায় এবং জানিয়ে দেয়—দাঁড়াও, আমের মৌসুম শেষ হয়নি, আমি আছি এখনো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়?