Ajker Patrika

পত্নীতলায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৬

নওগাঁ প্রতিনিধি
পত্নীতলায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৬

নওগাঁর পত্নীতলায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় মাহমুদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন-উপজেলার আজমতপুর গ্ৰামের শ্রী সত্য চন্দ্র মোহন্তর ছেলে শ্রী মহন কুমার মোহন্ত (২০), সাদেকুল ইসলাম বাচ্চুর ছেলে তুহিন সরদার (২৭), ইছাপুর গ্ৰামের শরীফ উদ্দিন সরদারের ছেলে আমিনুর ইসলাম (৩৩), আফজাল মণ্ডলের ছেলে ফারুক হোসেন (২৮), লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান রাজু (২৮) ও সম্ভুপুর গ্ৰামের কিশোরী উরাওয়ের ছেলে মন্টু রাম (২৬)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব ক্যাম্প-৫ জয়পুরহাট কোম্পানির অধিনায়ক জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় মাহমুদপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ৬টি মনিটর,৬টি সিপিইউ,৪টি কিবোর্ড,৪টি মাউস,৯টি হার্ড ডিস্ক ও ১৮টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়। সেই সঙ্গে ওই ৬ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। 

র‍্যাব সূত্র জানান, গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিল। যুব সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, এ ঘটনায় থানায় মামলা করে র‍্যাব আসামিদের হস্তান্তর করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতে সোপর্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত