পটুয়াখালীতে মুখে লাল কাপড় বেঁধে আইনজীবী ফোরামের মানববন্ধন
শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি এবং অবৈধভাবে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী আইনজীবী সমিতির অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভবনের সামনে মুখে লাল কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন ফোরামের সদস্যসহ বিএনপিপন্থী আইনজীবীরা।