কোয়ান্টাম প্রযুক্তির নতুন দিগন্ত খুলে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
২০২২ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন তিনজন। তাঁরা হলেন—অ্যালাইন আসপেক্ট, জন এফ ক্লসার এবং আন্তন জেলিঙ্গার। স্থানীয় সময় আজ মঙ্গলবার স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করে।